নেতাজির জন্মবার্ষিকী মূর্তি উন্মোচন থেকে রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল ও দূর্গাপুর শিল্পাঞ্চলে পালিত
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল ও দূর্গাপুর ২৩ জানুয়ারিঃ নেতাজির জন্মবার্ষিকী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে শনিবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েপালন করা হয়।
এদিন সকালে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে সরকারিভাবে দেশনায়ক দিবস হিসেবে পালনের অনুষ্ঠান করা হয়। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি।
অন্যদিকে, আসানসোল পুরনিগমের সামনে এদিন পুরনিগমের পক্ষ থেকে নেতাজির মূর্তি বসানো হয়। এদিন সকালে সেই মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন পুর প্রশাসক বোর্ডের অন্যান্য সদস্যরা। এদিন আসানসোলের জিটি রোডে কলকাতা বাজারের বিপরীতে ট্রাফিক কলোনি মোড়ে আসানসোল উত্তর বিধান সভা ব্লক তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকী পালনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক ছিলেন।
এদিন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আসানসোলে মোট সাতটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।
এছাড়াও এদিন রানিগঞ্জ, জামুড়িয়া, বার্ণপুর সহ অন্যান্য জায়গায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী সাড়ম্বরের সঙ্গে পালিত হয়।
২৩ সে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া ব্লক চিচুড়িয়া স্পোর্টিং আসোসিয়েশন এর উদ্দগে দিনভর ব্যাপী ব্লাড ডোনেশন ক্যাম্প, সাস্ত পরীক্ষা , কম্বল বিতরণ করা হয়েছিল , এই অনুষ্ঠানে প্রধান অতিথি রুপে উপস্থিত ছিলেন বিডিও কৃষ্ণেনদু রায়, বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিক ও কংগ্রেস নেতা তরুণ রায় , প্রাক্তন সাংসদ আর সি সিং , পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ চৌধুরী ও সৌম্যদীপ্ত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন ,
এই অনুষ্ঠানে তরুণ বাবু আজকের দিনেও নেতাজীর প্রাসঙ্গিকতার সম্পর্কে বক্তব্য রাখেন , তিনি তার বক্তব্যে বলেন ” সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপোষহিন ভাবে সারাজীবন লড়াই করেছেন , তিনি ধর্ম, জাত পাতের উর্ধে উঠে এক নুতন ভারতবর্ষ তৈরী করতে চেয়েছিলেন “
একইভাবে এদিন দূর্গাপুর মহকুমা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী সাড়ম্বরের সঙ্গে পালন করা হয়। রাজ্য পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের দূর্গাপুর পুরনিগমের শাখার পুর স্বাস্থ্য কর্মীরা এদিন দূর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন দূর্গাপুর হাটে এদিন নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করেন যথাযোগ্য মর্যাদার সঙ্গে । ইউনিয়নের রাজ্য সভানেত্রী সুচেতা কুন্ডু নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্য রাখেন পুর স্বাস্থ্য কর্মী কেকা পাল, গার্গী দাস অন্যান্যরা।