ASANSOLDURGAPUR

দুর্গাপুর বিমানবন্দরে ঝড়ের কারণে বিমান অবতরণে সমস্যা, অল্পের জন্য এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গাপুর বিমানবন্দরে ঝড়ের কারণে বিমান অবতরণে সমস্যা, আহত বেশ কয়েকজন বিমানযাত্রী। বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। প্রবল ঝাঁকুনিতে বিমানের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রবিবার সন্ধ্যায় ঝড়ের কারণে দুর্গাপুরের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বিমান অবতরণের সময় বিপত্তি ঘটে, এতে কয়েকজন যাত্রী আহত হলেও পাইলটের তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Durgapur airport file photo

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুম্বই থেকে দুর্গাপুর বিমানবন্দরে আসা ফ্লাইটটি জয়পুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল।এই ঘটনার জেরে বিমানবন্দরে আলোড়ন সৃষ্টি হয়েছে, বিমানবন্দর থেকে তড়িঘড়ি সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু কিভাবে বিমান দুর্ঘটনার কবলে পড়লেও তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply