ASANSOL

আসানসোলে Cinexphilia ওয়েব সিরিজের টিজার রিলিজ করলো

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, আসানসোল: আসানসোলে এই প্রথমবার Cinexphilia প্রোডাকশন হাউজের পক্ষ থেকে ” ঋণ ” নামক একটি ওয়েব সিরিজের টিজার রিলিজ করা হলো. অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উত্তম মন্ডল, গৌরাঙডি আর কে এস ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি, মানবাধিকার কমিটির এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য তথা স্কুল শিক্ষক সুমন কল্যাণ মৌলিক মহাশয় এবং প্রোডাকশনের অন্যান্য সদস্যরা.

মূলত .lশুভাশিস ঘোষ ঠাকুর . মহাশয় এর শ্রুতিনাটক অবলম্বনে তৈরি করা হয়েছে. আগামী 19 তারিখ Cinexphilia আর নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ চলচ্চিত্রটি প্রকাশ করা হবে. সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডক্টর তুষার ব্যানার্জি এবং মূল চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পারিজাত ঘটক, লেখক এবং কো ডাইরেক্টর সৌহার্দ্য চক্রবর্তী , ক্যামেরা তে জয়দীপ, বাবন এবং অভিনয় করেছেন সোমা ব্যানার্জি,
এবং অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *