PANDESWAR-ANDAL

সুরক্ষিত পরিবেশ, পুনর্বাসনের দাবিতে কেন্দা এরিয়া অফিসে ঘেরাও বিক্ষোভ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : বসতি এলাকায় ঘরবাড়ি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে শুক্রবার ইসিএল এর কেন্দা এরিয়া অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো হরিপুর গ্রামের বাসিন্দারা । বিক্ষোভ শেষে আধিকারিক এর হাতে দেওয়া হয় ডেপুটেশন । বেলা ১১ টা নাগাদ কেন্দা এরিয়া অফিস গেটে এদিন হরিপুর গ্রাম বাঁচাও কমিটির ব্যানার নিয়ে প্রায় হাজার খানের পুরুষ মহিলা জড়ো হন । ঘন্টা দু’য়েক চলে বিক্ষোভ ।

হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ গ্রাম বাঁচাও কমিটির সম্পাদক কিশোর মণ্ডলরা জানান খনি এলাকায় ধস প্রবণ এলাকা গুলোর মধ্যে অন্যতম হলো হরিপুর এলাকা । এখানে প্রায় হাজার দশের মানুষের বসবাস । রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়ারি, প্রাইমারি, মাধ্যমিক স্তরের বেশ কয়েকটি স্কুল । এলাকায় প্রায় ঘটে ধসের ঘটনা । সাম্প্রতিককালে ধসের কারণে দুটি পুকুরে মাছ সহ জল তলিয়ে যায় । অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে ধসের কারণে তৈরি হয় বিরাট গর্ত । একই কারণে এলাকায় বহু মানুষের ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক কালে । আতঙ্কের মধ্যে দিন কাটছে বাসিন্দাদের । বসতি এলাকায় সুরক্ষিত পরিবেশ ও পুনর্বাসনের দাবি দীর্ঘদিন ধরে জাননো হলেও ইসিএল কর্তৃপক্ষ আশ্বাস দেওয়া ছাড়া এখনো কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা ।

গোপীনাথ বাবু বলেন ধস এর সমস্যা নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের জমানো ক্ষোভ রয়েছে । দ্রুত এই বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে । টানা ঘেরাও বিক্ষোভের পাশাপাশি ইসিএল এর কয়লা পরিবহন সহ হরিপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার মতো চরম পদক্ষেপ নিতে বাধ্য থাকব বলে জানান তিনি । বিক্ষোভ শেষে কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজার শ্রী আনন্দের হাতে “গ্রাম বাচাও” কমিটির পক্ষ থেকে ডেপুটেশন তুলে দেওয়া হয় । তবে এদিনের বিক্ষোভ ডেপুটেশনের প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে কিছু জানাননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *