DURGAPUR

দূর্গাপুরে দোকানের ইটের চাল ভেঙে চাপা পড়ে মৃত্যু , থানায় অভিযোগ, উত্তেজনা

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur News Updates ) দুর্গাপুর ইস্পাত নগরীর খোলা মার্কেটে দোকানের চাল ভেঙে মৃত্যু এক ব্যক্তির। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে। দুর্গাপুরের ধোবি ঘাটের বাসিন্দা মৃত ব্যক্তির নাম সমীর চক্রবর্তী ( ৪৬ )। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা দলের তরফে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার পাশাপাশি, এই ঘটনার জন্য ডিএসপি বা দূর্গাপুর ইস্পাত কারখানা কতৃপক্ষকে দায়ী করেছেন। এদিন পরিবারের তরফে কারখানা কতৃপক্ষের বিরুদ্ধে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, দূর্গাপুরের ধোবি ঘাটের বাসিন্দা সমীর চক্রবর্তীর দূর্গাপুর খোলা মার্কেটে একটি চায়ের দোকান ছিলো।  দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তরফে মাইকিং করা হয়েছিলো যে সেখানকার দোকান সরিয়ে নেবার জন্য। সেই মতো সমীরবাবু এদিন সকালবেলায় দোকান সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন। আর ঠিক সেই সময় দোকান ভেঙ্গে পড়ে সমীরবাবুর উপরে। তিনি তার তলায় চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। তারা ইটের ধ্বংসস্তুুপ সরিয়ে সমীরবাবুকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় মৃত্যু হয় সমীরবাবুর। এরপর সমীরবাবুর আত্মীয়রা তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয়।


তৃণমূল কংগ্রেস নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আমরা গোটা ঘটনাটি দলের জেলা সভাপতিকে জানিয়েছি। দলের পক্ষ থেকে সমীরবাবুর পরিবারকে ১ লক্ষ টাকা আমরা দেবো। এরপর পাশাপাশি পরিবারের তরফে এই ঘটনার জন্য দায়ী করে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের নামে  দুর্গাপুর থানায় অভিযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, এইভাবে তো চলতে পারে না। আমরা প্রয়োজনে কারখানায় এর বিরুদ্ধে আন্দোলন করবো। আমাদের দাবি, মৃত ব্যক্তির পরিবারের এক সদস্যকে চাকরির ব্যবস্থা কারখানা কতৃপক্ষকে করতে হবে।
পুলিশ জানায়, দোকানের দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এই ঘটনা ও অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে চায়নি ডিএসপি কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *