ডিএভি পাবলিক স্কুল কন্যাপুর, আসানসোলে একদিনের বই মেলার
বেঙ্গল মিরর, আসানসোল : ডিএভি পাবলিক স্কুল , কন্যাপুর আসানসোল,
৭/১২/২০২৪ তারিখে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত
ডিএভি পাবলিক স্কুল কন্যাপুর, আসানসোলে আয়োজন করা হয়েছিল একদিনের বই মেলার। নার্সারি থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এতে যোগদান করতে পেরে খুবই আনন্দিত। ৬ তারিখে বই বাছাই এর দিন ছিল। সেদিন ভাগে ভাগে ছাত্রছাত্রীরা এসে নিজেদের পছন্দ অনুযায়ী বই বাছাই করে।




সেই তালিকা অনুযায়ী ৭ তারিখ সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে ছাত্র-ছাত্রীরা বই কেনার আনন্দে মেতে উঠেছিল। শীতের রোদ গায়ে মেখে সকলে বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কলকাতার অক্সফোর্ড পাবলিশার্স এর তরফ থেকে এর আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যিই অভিভাবক সহ সকল ছাত্রছাত্রীকে বই পাঠে উৎসাহিত করেছে এবং আগামী দিনেও করবে।