রানিগঞ্জে গঙ্গাসাগরের পূর্নার্থীদের চতুর্থ ক্যাম্প হল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আসানসোল কর্পোরেশনের দু’নম্বর বরো দপ্তরের পক্ষ থেকে এবার চতুর্থ দফায় রানীগঞ্জের বাঁশড়া মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে করা হল গঙ্গাসাগর যাওয়া পুণ্যার্থীদের বিশ্রাম ও সেবা শুশ্রুষার লক্ষ্যে বিশেষ ক্যাম্প। যে ক্যাম্পের মাধ্যমে গঙ্গাসাগর যাওয়া বিভিন্ন রাজ্য তথা জেলা থেকে আগত পুণ্যার্থীদের বিশ্রামের জন্য থাকছে এই ক্যাম্পে বিশেষ সুবিধা এছাড়াও ২৪ ঘন্টা চিকিৎসা প্রদানের ও দ্রুত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রাখা হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আর তার সাথেই ক্যাম্পের আশেপাশে মোতায়ন থাকবে পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারির ব্যবস্থা। রবিবার সন্ধ্যায় এই বিশেষ ক্যাম্পের ফিতে কেটে উদ্বোধন পর্ব সারলেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, রানীগঞ্জ দু’নম্বর বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস. মাজি, সহ বেশ কয়েকটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলার।




এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে মেয়র তার বক্তব্যের দাবি করেন ৯ই জানুয়ারি প্রথম দফায় আসানসোলের ডুবডিহি চেকপোষ্টের কাছে বাইরের বিভিন্ন রাজ্য থেকে আসা গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীদের সহায়তার লক্ষ্যে ক্যাম্প করে ব্যাপক সাড়া পেয়েছেন, বিভিন্ন রাজ্যের আগত শ্রদ্ধালুরা তাদের ক্যাম্পে পরিষেবা পেয়ে সন্তুষ্ট, অনেকেই তাদের ক্যাম্পের পরিষেবা গ্রহণ করে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ ও করেছেন। পরবর্তীতে আসানসোলের কালীপাহাড়ি ও নিঘাতেও এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এবার চতুর্থ দফায় রানীগঞ্জের বাঁশড়াতেও এ ধরনের ক্যাম্প করে তারা পূর্ণার্থীদের সহায়তার জন্য বিশেষভাবে উদ্যোগ নেবেন বলেই জানান। তার দাবি এর পূর্বে কালীপাহাড়ির যে ক্যাম্প রয়েছে সে ক্যাম্পে বাইরের রাজ্য থেকে আসার ১৭ জন পূর্ণ্যার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের বিশ্রাম ও চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করে ক্যাম্পের মাধ্যমে পুণ্যার্থীদের সুস্থ করে তুলে আবারো গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য উদ্যোগ নিয়েছেন আর এই ক্যাম্পেও সেই সকল বিষয়গুলিকে মাথায় রেখে বিশ্রামের জন্য বিশ্রামাগার যেমন রয়েছে তার সাথেই শৌচালয়ের ব্যবস্থা মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা এমনকি অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স এর ব্যবস্থাও করা হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে যার পরিষেবা পেয়ে সকলেই ভালোভাবে গঙ্গাসাগর যাত্রা করতে পারবেন বলেই দাবি করেছেন তিনি।