RANIGANJ-JAMURIA

রাণীগঞ্জ বাজারকে যানজট মুক্ত করতে পুলিশের যৌথ অভিযান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   দীর্ঘ প্রায় এক দেড় মাস পর আবারো যানজট এড়ানোর লক্ষ্যে রানীগঞ্জ শহরে চলল রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা যানবাহন গুলির ক্ষেত্রে অতর্কিতে অভিযান। এদিন রাণীগঞ্জ শহর এলাকায় বাজারের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিষয় লক্ষ্য করে যানজট যাতে বাজার এলাকায় না হয় সেজন্য চালানো হলো ট্রাফিক পুলিশ ও রানীগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান। দিন রানীগঞ্জের বড় বাজার রানীগঞ্জের বাস স্ট্যান্ড সি আর রোড, এম জি রোড ও হাট তলা এলাকায় বিশেষভাবে অভিযান চালানো হয় জানা গেছে প্রায় ৪২ টি অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির চালান কাটা হয়েছে।

দিনের এই অভিযানে রানীগঞ্জ থানার পুলিশ ও রানিগঞ্জ ট্রাফিক ওসি অনন্ত রায় বিশেষভাবে নজরদারি চালিয়ে প্রতিটি দোকানদারদের দোকানের সামনে রাস্তাঘাট যাতে অবরুদ্ধ না করে গাড়ি দাঁড় করায় তার জন্য ক্রেতাদের জানান দেওয়ার কথা জানান। উল্লেখ্য অপরিকল্পিত এই রানীগঞ্জ শহরে যানজট একটা নিত্যদিনের সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে একমাস পূর্বে লাগাতার পুলিশের অভিযান লক্ষ্য করা গেলেও ইদানিং সেই অভিযান অনেকটাই কমেছিল এবার পুনরায় যানজট মোকাবিলার জন্য পুলিশ ময়দানে নেমে যানজট মোকাবেলার জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে অন্যায় ভাবে রাস্তার ওপরে গাড়ি দাঁড় করিয়ে রাখলে সেই গাড়ির নাম্বার প্লেট দেখেই তার চালান কাটা হবে। কোন দোকানদার এ বিষয়ে গ্রাহকদের না জানালে সেই দোকানদারের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতে যাতে বাজার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয় তা নিয়েও বৈঠক করবে পুলিশ প্রশাসন বলেই জানা গেছে। এখন দেখার কত দ্রুত এই সমস্যা মেটে রানীগঞ্জ শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *