ASANSOLKULTI-BARAKAR

বিষাক্ত ছাই পরিবহণ বন্ধের দাবিতে প্রতিবাদ, ধর্ণা, রাস্তা অবরোধ এলাকার বাসিন্দাদের

বেঙ্গল মিরর,  ডিসেরগড় ( কুলটি), রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির শাঁকতোড়িয়া ডিসেরগড় এলাকার বাসিন্দারা রবিবার পোস্ট অফিস মোড়ে ধর্ণায় বসে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে ডিসেরগড় ঘাট থেকে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ছাই বহনকারী ট্রাক চলাচল করছে। যা এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এই দূষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ও বিষাক্ত ছাই পরিবহন অবিলম্বে বন্ধ করার দাবিতেই এদিনের এই প্রতিবাদ আন্দোলন। রাস্তা অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। এদিনের এই রাস্তা অবরোধ ও ধর্ণা কর্মসূচিতে শাঁকতোড়িয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতৃত্বে ছিলেন আকাশ চৌহান, শিবদাস বাউরি, সিদ্ধার্থ চৌহান, সিদ্ধান্ত সিং সহ অন্যান্যরা।


স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ছাই পরিবহণ অবিলম্বে বন্ধ করতে হবে।
এই দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন স্থানীয় মানুষদের আশ্বস্ত করেছে যে, সমস্যার সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে, এলাকার বাসিন্দারাও বলেন, তাদের আন্দোলন ততক্ষণ চলবে, যতক্ষণ না এই পরিবহণ পুরোপুরি বন্ধ হয়।
আপাততঃ, ট্রাফিক গার্ড ওসির কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার অফ পুলিশ ও পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলাশাসকের কাছেও তাদের দাবি তুলে ধরা হবে বলে এলাকার বাসিন্দারা বলেন । পরিবেশ রক্ষার স্বার্থে ও জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য এলাকার বাসিন্দারা তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *