বিধায়ক এর প্রচেষ্টা ও ইসিএল এর সহযোগিতায় শুরু হলো পুকুর খনন এর কাজ
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতের অন্তর্গত নামো মনোহরা গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি পুকুরের । যা বারাবনির বিধায়ক কথা আসানসোলের মেয়র এই প্রচেষ্টায় পূরণ হলো । মঙ্গলবার এই পুকুর খননের কাজ শুরু করা হয়। এদিকে পুকুর খননের সময় উপস্থিত ছিলেন মনোরা গ্রামের সদস্য রাহুল লাল ও ধনঞ্জয় মাজি সহ গ্রামের অন্যান্য ব্যক্তিগণ। এদিন খুলনা গ্রাম পঞ্চায়েতের সদস্য রাহুল লাল জানান সালানপুর ই সি এল এর সহযোগিতায় ও
বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় মনোহরা গ্রামে প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে ১৬০/১৬০ মিটার মাপের একটি বিশাল আকারের পুকুর কাটার কাজ শুরু করা হল। যা গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল কারণ এই গ্রামে একটি পুকুর ছিল সেটি নষ্ট হয়ে গেছিল যার ফলে।




গ্রামের মানুষের স্নান করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের সমস্যা হয়ে পড়েছিল।সেই সমাধানের জন্যে আজকে এই পুকুরটি কাটা হল।তাছাড়া এই পুকুর কেটে মাছ চাষ করা হবে যাতে স্থানীয় বহু বেকার যুবক এর কাজের যোগান হবে।তাই ইসিএল এর পক্ষ থেকে এই পুকুরটি নতুন করে কাটার উদ্যোগ নেওয়া হয়। যার সূচনা আজকে করা হলো। এই পুকুর কেটে এলাকার যুবকরাও মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠবে।
স্থানীয় এক বাসিন্দা জানান এই গ্রামে একটি পুকুর যা নষ্ট হয়েগেছে যার ফলে গ্রামের মানুষের অনেক অসুবিধা হচ্ছিল সেই কারনে বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানোর পর তারই উদ্যোগে ইসিএল এর সহযোগিতায় আজ পুকুরটি খনন করা হচ্ছে।