PANDESWAR-ANDAL

ফের দামোদর নদীতে ডুবে মৃত্যু হল দুই যুবকের

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ফের দামোদর নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের । শনিবার ঘটনাটি ঘটে দামোদর নদীর অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গা ঘাটে । মৃত দুই যুবকের বাড়ি দুর্গাপুর বলে জানা গেছে ।গত রবিবার অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের বাউরি পাড়া সংলগ্ন দামোদর নদী ঘাটে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ আনসার নামে বছর ১৯ র এক কিশোরের ।

শনিবার একইভাবে নদীর জলে ডুবে মৃত্যু হল রাজেশ প্রসাদ ও সোমনাথ সিং নামে বছর ২১-এর দুই যুবকের । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুর্গাপুর থেকে পাঁচ জন যুবক স্নান করতে অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুঠিরডাঙ্গা ঘাটে আসে । বেলা একটা নাগাদ স্নান করার সময় পা-হাড়কে জলে তলিয়ে যায় রাজেশ প্রসাদ ও সোমনাথ সিং নামে দু’জন । অন্য বন্ধুরা তখন নদীর পাড়ে বসে ছিল । দু’জনকে তলিয়ে যেতে দেখে তারা চিৎকার করলে স্থানীয়রা নদী ঘাটে ছুটে আসে ।

খবর পেয়ে আসে পুলিশও । স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জলে নেমে শুরু করে উদ্ধার কাজ । উদ্ধারকারীরা নদীর জলে নেমে প্রথমে হদিস পাই সোমনাথের । কিছুক্ষণ পর রাজেশকেও উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধারকারীরা । দু’জনকে নিয়ে যাওয়া হয় মহাকুমা হাসপাতাল । সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । মৃত দুই যুবক ও তার বন্ধুরা সকলেই দুর্গাপুরের ধান্ডাবাদের সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা বলে জানা যায় । মৃত যুবকদের বন্ধু অভয় প্রসাদ বলে স্নান করার জন্যই এদিন তারা পাঁচ বন্ধু দুর্গাপুর থেকে অন্ডালে আসে ছিল । এইভাবে দুই বন্ধু চোখের সামনে জলে ডুবে মারা যাবে তা তারা কল্পনাও করেনি । যদিও স্থানীয়দের দাবি ওই পাঁচ বন্ধু নদীতে নেমে মোবাইলে রিলস করছিল ।

সেই সময় দুজন জলে তলিয়ে যাই । যদিও রিলস করার কথা অস্বীকার করে অভয় সহ অন্য বন্ধুরা । উল্লেখ্য বছর খানেক আগে পার্শ্ববর্তী মদনপুর নদী ঘাটের পাড়ে দাঁড়িয়ে রিলস করতে গিয়ে নদীর জলে পড়ে যাই তিন যুবতী । স্থানীয়রা একজনকে উদ্ধার করে অন্য দুই যুবতীর মৃত্যু হয় । স্নান করার ঘাট গুলির সংরক্ষণ ও নজরদারির প্রয়োজন রয়েছে । প্রশাসনের এই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত বলে জানান স্থানীয়রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *