আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সংকট, এগিয়ে এলো পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাব
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে । জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির কারণে শিল্পাঞ্চলের রোগীরা চরম সমস্যায় পড়েছেন।
বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ফ্রিডম ডে’ উপলক্ষে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের পাশে দাঁড়াতে একটি অনন্য উদ্যোগ নেওয়া হয়। এই সংগঠনের যুক্ত সমস্ত সাংবাদিকরা এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাবের উদ্বোধন করেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোলের পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হরি নারায়ণ আগরওয়াল, বিজয় শর্মা, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় , অঙ্গিকর ফাউন্ডেশনের থেকে সৌভিক কুমার , আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া এবং আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।




পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ২৭ জন রক্তদান করেন।
এমন একটা রক্তদান শিবির আয়োজন প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে। যে কারণে থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সমস্যায় পড়ছেন। শিকার হচ্ছেন। তাই এদিন পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। তারা জানান, শিবির থেকে ২৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। সংবাদ সংগ্রহের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্ব সামাজিক একটা দায়িত্ব রয়েছে। তাই শিল্পাঞ্চলের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন। এই সংকটকালে অন্যান্য সংগঠনকেও এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাবের তরফে।

- ECL নরসমুদা কোলিয়ারির সামনে ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির
- आज का राशिफल दिनांक 6/6/23
- আসানসোল জেলা আদালতে সাজা ঘোষণা, স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত গাড়ি চালক
- चाचा की बाइक चोरी करने के आरोप में भतीजा व उसके साथी गये जेल
- ED ने फिर भेजा कानून मंत्री को नोटिस !