রূপনারায়নপুরের শ্রী শ্রী অনুকুল ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহারের ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হলো শ্রী শ্রী অনুকুল ঠাকুরের ১৩৭ তম জন্ম শতবার্ষিকী এদিন রূপনারায়নপুর শ্রমিক মঞ্চে শ্রী অনুকুল ঠাকুরের প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে । এদিন ভক্তেরা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। এবং সবশেষে ভক্তদের জন্য নরনারায়ণ সেবা আয়োজন করা হয়।




এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মিউনিসিপালিটি মেয়র বিধান উপাধ্যায় সহ ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র বিশিষ্ট সমাজসেবী ভোলা সিং সহ একাধিক জন।