PANDESWAR-ANDAL

শহীদ পর্যটক ও সেনাদের স্মরণে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী

বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, অন্ডাল : সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক । পরবর্তী সময়ে জঙ্গি সংঘর্ষে কয়েকজন জাওয়ানও শহীদ হন । তাদের স্মরণে শনিবার আয়োজিত হলো রক্তদান শিবির । অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার রক্তদান শিবিরটি হয় দক্ষিণখন্ডের একটি অনুষ্ঠান হলে । প্রদীপ জ্বালিয়ে ও শহীদদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক কৌশিক মন্ডল, দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ সহ অন্যরা । এদিন শিবিরে ৮৫ জন রক্তদান করেন । সংগৃহীত রক্ত দান করা হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক এ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *