ASANSOL-BURNPUR

SAIL BONUS  ২১০০০ টাকা, Trainee ১৯ হাজার

বেঙ্গল মিরর, আসানসোল: ইস্পাত কর্মচারীদের বেতন চূক্তি ( Sail Wage Revision ) ও বোনাস ( Sail Bonus ) সংক্রান্ত দুই দিনের বৈঠকে বেতন চুক্তি নিয়ে কোন সুরহা  যায়নি। কিন্তু বোনাস সেইল বিপুল লাভ সত্ত্বেও কর্মচারীদের ২১০০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং প্রশিক্ষণার্থীদের ১৯ হাজার টাকা বোনাস দেওয়া হবে। এই বোনাসের টাকা ৯ই অক্টোবরের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

 গতবার ১৬৫০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল। শ্রমিকরা এবার কমপক্ষে ৫০ হাজার বোনাস দাবি করে ছিল। বেতন চুক্তিতে বিলম্ব হওয়াতে ৫ ই অক্টোবর সব প্লান্টে একইভাবে বিক্ষোভ করা হবে। ললিত মোহন মিশ্র জানান বেতন চুক্তি নিয়ে আমরা আমাদের দাবি ওপর অনড়, সম্মানজনক বেতন চুক্তিতে আমাদের লড়াই চলছে। ম্য়ানেজমেন্টের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামী ৮ই অক্টোবর সমস্ত প্লান্টে বিক্ষোভ করা হবে।

NJCS बेनतीजा, SAIL WAGE REVISION नहीं बनी बात, प्रबंधन 20 पर अड़ा, यूनियनें 30 पर आई 

Coal India BONUS :পূজা বোনাস ৭২ হাজার ৫০০ টাকা

SAIL WAGE REVISION पर नहीं बनी बात

Leave a Reply