BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান

বেঙ্গল মিরর,, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লক পানুরিয়া ফুটবল মাঠে আজ থেকে আরম্ভ হলো স্বর্গীয় মানিক উপাধ্যায় উপাধ্যায় ফুটবল টুর্নামেন্ট এই খেলায় পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন রাজ্যের থেকে ফুটবলের টিম এসে এ নকআউটে অংশগ্রহণ করেছে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের তৃণমূলের সভাপতি অসির সিং, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী জাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত

এরই সঙ্গে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু জায়গায় বিজেপি সিপিএম ছেড়ে তারা আজ এই ফুটবল গ্রাউন্ডে তৃণমূলের ঝান্ডা ধরে নেয় এবং তাদের ক্ষোভের কথা বলেন যে এতদিন আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল কিন্তু এইবার আমরা বুঝতে পারছি যে বিজেপির কোন অস্তিত্ব নেই

Leave a Reply