BARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsRANIGANJ-JAMURIA

বঙ্গধ্বনি যাত্রা : দশ বছরের কাজের খতিয়ান পেশ

বেঙ্গল মিরর, জামুড়িয়া: জামুড়িয়া বিধানসভার রতিবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জামুড়িয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস কো অর্ডিনেটর অভিজিত ঘটকের নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিপালন করা হয় যেখানে অভিজিত ঘটক পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিগত দশ বছরের কাজের খতিয়ান পেশ করেন । চাপুই গ্রাম সুভাষ কলোনি থেকে একটি মিছিল বের করা হয় যা রতিবাটির কুমার ডিহা গ্রামে শেষ হয় । এই কর্মসূচিতে জেলা পরিষদ সভাধিপতি সুভদ্রা বাউরি ও বিনোদ নোনিয়া উপস্থিত ছিলেন।

বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট: বারাবনি ব্লকের
দমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দমহানি বিবেকানন্দ লাইব্রেরীকে আজ একটি বঙ্গ ধনী যাত্রা আরম্ভ হলো যেটি দমানি বাজার ও ধমনী গ্রামে ঘুরে ধমনীতে শেষ হবে এই যাত্রায় উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট Asit Singh বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী বারাবনি ব্লক যুব তৃনমূলের সভাপতি পার্থসারথি মুখার্জি ধমনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু হাঁসদা সন্তোষ সিং প্রদীপ মিশ্র।


Leave a Reply