ASANSOLBengali NewsCOVID 19

জেলায় আবার করোনায় মৃত্যু

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল: জেলায় আবার করোনায় মৃত্যু পশ্চিম বর্ধমান জেলায় করোনায় গত ২৪ ঘন্টার মধ্যে এক জন মারা গেছেন। গত ২৪ ঘন্টার মধ্য়ে, জেলায় এক জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ১১৩ জন সংক্রমিত হয়েছেন। । জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৬৩ এ পৌঁছেছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭৫৫৯  হাজার  জন সংক্রমিত হয়েছে। যার মধ্যে ১৬৬২৩ জন সুস্থ হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মোট ১৭৩ জন মারা গেছে।যেভাবে সক্রিয় রোগীদের সংখ্যা বেড়েছে। এতে প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে।

election advt

Corona से जिले में फिर एक मौत, देश के इस शहर में लॉकडाउन, कई शहरों में नाइट कर्फ्यू

मलय-जितेन्द्र के करीबी ने भरा निर्दल का पर्चा, कृष्णेंदु ने फिर दिया हलफनामा 

Leave a Reply