ASANSOLBengali NewsGeneralLatestNewsPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

আশ্রম মোড়ে খুলল আনলাইন ফ্রী হেল্পডেস্ক

আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডে হেল্প ডেস্কের উদ্বোধনে মেয়র জিতেন্দ্র তেওয়ারি
helpdesk opening

বেঙ্গল মিরর, আসানসোল,রাজা বন্দ্য়োপাধ্য়ায়, ৫ সেপ্টেম্বরঃ আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডে জিটি রোডের আশ্রম মোড়ের কাছে একটি হেল্প ডেস্ক করা হয়। (Asansol Mayor News) মুলতঃ সরকারি প্রকল্প থেকে যাতে সাধারণ মানুষেরা সাহায্য পান সেই কারনে এই হেল্প ডেস্কের ভাবনা। অনলাইনের সুবিধাও এই হেল্প ডেস্ক থেকে পাওয়া যাবে। আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি শনিবার এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, ভালো মনে নিঃস্বার্থ ভাবে সাধারণ মানুষের সেবা করতে হবে।

এখানে আমাদের কর্মীরা অনেক রাত পর্যন্ত থেকে সাধারণ মানুষের সেবা করেন ও তাদের পাশে থাকেন। সাধারণ মানুষ দের হাসাপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। জরুরী প্রয়োজনে তারা সাহায্য করেন।
তারা মমতা বন্দোপাধ্যায়ের সত্যিকারের সৈনিক কাজ করেন। অনুষ্ঠানে মেয়র পারিষদ পূর্ণ শশী রায়, কাউন্সিলর ওয়াসিমুল হক, তৃনমুল কংগ্রেসের নেতা রবিউল ইসলাম বুম্বা মুখোপাধ্যায়, জাভেদ ইকবাল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

https://chat.whatsapp.com/DBT1sDG1G03Hj3UUbXaZIi join whatsapp group

Leave a Reply