ASANSOLKULTI-BARAKAR

নিয়ামতপুর ফাঁড়ির বড় সাফল্য ২১ কেজি গাঁজা সমেত ৫জন গ্রেফতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিয়ামতপুর ইস্কো রোডের এক নির্মানীয় ফ্ল্যাট থেকে আসিফ আনসারী ওরফে ছোটু, মোহাম্মদ মুস্তাক ওরফে আহমদ,দানিস আনসারী,মোহাম্মদ তৌসিফ ওরফে রাহুল (আসানসোল), মোহাম্মদ আকবর ওরফে জনি, নামে 5 যুবকে গ্রেপ্তার করে পুলিশ, তাদের কাছ থেকে 21 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয় , তদন্ত স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আদালতে আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply