ASANSOLKULTI-BARAKAR

CID বোম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করলো ৩০টি বোমা

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র/সৌরদীপ্ত সেনগুপ্ত :-গতকাল রাত্রে কলকাতা থেকে বিহার গামী যাত্রী বোঝাই বাস থেকে ব্যাগ বন্দি ৩০টি বোমা উদ্ধার হয়।আটক করা হয় কয়েকজনকে একই সাথে একটি চিরকুট কাগজ উদ্ধার হয়।যেই চিরকুট কাগজটিতে লেখা রয়েছে যে বোমাগুলি ঝাড়খণ্ডের সোফি মোহম্মদ ভাই নামে কারোর কাছে পাঠানো হচ্ছিলো।এছাড়া কলকাতার ২জন ব্যক্তির নামও লেখা থাকে বলে জানাযায়।এবং একটি ৫সংখ্যার একটি কোড নম্বর রয়েছে।১২৪৬১ কোড নম্বর এবং ওই চিরকুট কাগজে ৩০টি বোমার যার প্রতিটি মূল্য ১০০০ টাকা করে অর্থাৎ ৩০টির দাম ৩০হাজার টাকা।ঘটনাস্থলে সি ۔আই ۔ডি বোম্বস্কোয়াড টিম এবং একটি দমকল এবং কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত লচছমনপুর গ্রামের ফাঁকা ময়দানে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।৩০টি বোমা ধাপে ধাপে নিষ্ক্রিয় করে সি ۔আই ۔ডি বোম্বস্কোয়াড টিম।

কুলটি পুলিশ ও পানাগড় সেনা ছাউনি গোয়েন্দা বিভাগের যৌথ অভিযান, বিহারগামী বাস থেকে ব্যাগ ভর্তি ৩০ টি দেশী বোমা উদ্ধার 

টার্গেট ২০২৪ : সমন্বয় রেখে চলতে হবে সবাইকে, বার্তা জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতির, বিধান সভা ভোটে দলে থেকেও বিরোধিতা, বিধান সভা ধরে তালিকা তৈরী করছে শাসক দল 

Leave a Reply