ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANNewsPolitics

26 সে নভেম্বর ধর্মঘট

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : 26 শে নভেম্বর ধর্মঘট। বারাবনি ব্লকের পানুরিয়া বাজার সিপিআইএম পার্টি অফিস থেকে আজ একটি মিছিল বের করা হয়। ওইদিন দশটি কেন্দ্রের ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে । আজ সি আই টি ইউর পক্ষ থেকে পানুরিয়া বাজারে ঘুুুুরে সাধারণ

মানুষের কাছে অনুরোধ জানান বন্ধকে সমর্থন করার জন্য। এই আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিটু নেতা কমরেড মনোজ দত্ত প্রভাত রায় তীর্থঙ্কর পাত্র শেখ শফিক দীপক শর্মা তপন দাস অসীম ব্যানার্জি। এই মিছিলটি পানুরিয়া বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে শেষ হয় সিপিআইএমের পার্টি অফিসে।।

26 সে নভেম্বর ধর্মঘট

Leave a Reply