BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বারাবনি ব্লকে প্রজাতন্ত্র দিবস পালিত হলো

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :বারাবনি ব্লকে প্রজাতন্ত্র দিবস পালিত হলো।

বারাবনি ব্লকের
দমানি বাজার সংকল্প সেবা সমিতির সহযোগিতার নাম জীবনআজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেলেজোড়া থেকে প্রভাতফেরির আয়োজন করা হয় এই প্রভাতফেরিতে আট থেকে আশি বছর পর্যন্ত মহিলা পুরুষ এবং এটিই শেষ হয় গীতাঞ্জলিঅপর্টমেন্ট এর কাছে শেষ হয় সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কিছু সংস্কৃতি অনুষ্ঠান হয়েছিল তার পুরষ্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের মানুষ এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বারাবনির দমানি বাজার ।

বারাবনি ব্লকের
ভানোরা ওয়েস্ট ব্লগ সিআইএসএফ 72 তম প্রজাতন্ত্র পালন করল আজ জাতীয় পতাকা উত্তোলন করেনভানোরা ওয়েস্ট ব্লক কোলিয়ারির এজেন্ট অনিল সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন সিআইএসএফ এর ক্যাম্প ইনচার্জ প্যারেড এর মাধ্যমে শেষ হয়।

Leave a Reply