ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKARPolitics

রাজ্যব্যাপী থানায় বিজেপির বিক্ষোভ

বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি ঃ রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার অবনতির, রাজ্য জুড়ে সন্ত্রাস ,রাজ্যে বিজেপি কর্মী খুনের পাশাপাশি মহিলারা লাঞ্ছিত ও ধর্ষিত হচ্ছেন তারি প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি চতুর্থবার সারা রাজ্যব্যাপী ডেপুটেশন কর্মসূচি করা হয়

বারাবনি ব্লক বারাবনি বিজেপি মন্ডল এর পক্ষ থেকে আজ বারাবনি থানায় বিক্ষোভ সমাবেশ করা হলো কয়েকদিন আগে নদীয়া জেলার বিজয় সিল নামে এক বিজেপি কর্মীর গলায় ফাঁস দিয়ে মারার প্রতিবাদে আজ বারাবনি থানায় বিক্ষোভ দেখানো হলো এবং অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে উপস্থিত ছিলেন ।

বারাবনি মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি সাধন রাউত,
মলয় উপাধ্যায়, কৃষ্ণ পদ নাথ গোস্বামী সুজিত মন্ডল আক্তার হোসেন গোপী নাথ মন্ডল। বিক্ষোভ চলা অবস্থায় বারাবনি দোমোহানি থেকে জামুরিয়া যাবার রাস্তা বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা প্রায় 15 মিনিটের মত রাস্তার উপরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

অন্য়দিকে সেই মতো পশ্চিম বর্ধমানের কুলটি থানায় বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি থানার আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।

photo by prakash das

Leave a Reply