ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsDURGAPURPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengal

পশ্চিম বর্ধমান জেলায় কোন কনটেন্টমেন্ট নেই,রাজ্যে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল

কোলকাতা, বেঙ্গল মিরর ঃ রাজ্যে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। তবে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় কোন কনটেইনমেন্ট জোন নেই। পশ্চিম বর্ধমান ছাড়া ঝাড়গ্রাম জেলাতেও কোনো কনটেন্টমেন্ট জোন নেই।
রাজ্যে 21জেলায় কনটেন্টমেন্ট জোনের সংখ্যা ৪৩৪ থেকে বেরে হলো ৫১২। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় ক্ষুব্দ মুখ্যার্থ। চার জেলায় নোডাল অফিসার বদল।
কলকাতার নোডাল অফিসার সঞ্জয় থারেকে সরিয়ে আনা হলো আলাপন বন্দ্যোপাধ্যায় কে। উত্তর 24 পরগনা অফিসার হল মনোজ পন্থ। দক্ষিণ 24 পরগনার নোডাল অফিসার হলো নবীন প্রকাশ হাওড়ার নোডাল অফিসার হলো রাজেশ পান্ডে।

Leave a Reply