COVID 19NationalWest Bengal

শ্যামল চক্রবর্তীর পর এবার করোনা তে আক্রান্ত মোহাম্মদ সেলিম ।

বেঙ্গল মিরর, কলকাতা, ৩’আগষ্ট ঃঃ– সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন লোকসভার সদস্য মোহাম্মদ সেলিমের করানো টেস্ট হলে তার রিপোর্ট পজিটিভ আসে । কোলকাতা বাইপাসে এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । শ্যামল চক্রবর্তী পর আক্রান্ত বর্ষীয়ান সিপিএম নেতা মোহাম্মদ সেলিম,আর এই খবর চাউর হতেই বাম কর্মী সমর্থকদের মধ্যে তার দ্রুত সুস্থ হওয়ার কামনা করা হয়।

Leave a Reply