ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো শিল্পাঞ্চল জুড়ে

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি ও মনোজ শর্মা, আসানসোল: শুক্রবার, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসটি আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হল।  এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানানো হয়।আসানসোল বাস স্ট্যান্ড, বিএনআর টিএমসি ভবনের সামনে রাজ্যর শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে কেক কাটা হয়।  মন্ত্রী বলেন যে ৩৪ বছর ধরে বাংলা অবহেলিত ছিল।  তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছরে যে উন্নয়ন করেছেন তা বাংলার ইতিহাসে কখনও হয়নি।  টিএমসি নেতা প্রবোধ রায়, আবু কনেন সাদব, জয়পাল সিং, বিশ্বরূপ গাঙ্গুলি জিটি রোডে টিএমসি অফিসের সামনে কেক কাটলেন।প্যান্ডেশ্বরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি অংশগ্রহণ করেন । 

জামুরিয়ার বিভিন্ন অঞ্চলে জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটকের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস পালিত হয়।  বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হযল। বাজারের পার্কিংয়ে যুব তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা কমিটি শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে।  জেলা সভাপতি রূপেশ যাদব পতাকা উত্তোলন করেন।এ উপলক্ষে যুব তৃণমূল জেলা সাধারণ সম্পাদক প্রমোদ সিং, সম্পাদক পিন্টু গুপ্ত, দীনেশ ঠাকুর, সোগের আলম, সদন সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

বারাবনি ব্লক যুব তৃনমূলের পক্ষ থেকে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস প্রাক্কালে বারাবনির কেলেজোড়া হসপিটালে ভর্তি রোগীদের হাতে ফল বিতরণ করা হলো প্রায় 50 জন রোগীকে বিতরণ করা হলো এবং তাদের যত শিগগিরি ঠিক হয়ে বাড়ি যেতে পারে এই কামনা করেন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান যুব তৃনমূলের সহ-সভাপতি রাহুল রঘু চৌবে এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা পার্থসারথি মুখার্জী। অন্যদিকে বারাবনি ব্লক
Puchra আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ puchraগ্রামে টিএমসি কার্যালয়ে পতাকা উত্তোলন ও মানুষের হাতে মিষ্টি বিতরণ করা হলো পতাকা উত্তোলন করেন স্থানীয় তৃণমূল নেতা পার্থসারথি মুখার্জি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান যুব তৃনমূলের সহ-সভাপতি রাহুল ছবি স্থানীয় তৃণমূলের কার্য কর্তারা

Leave a Reply