DURGAPUR

INTTUC-এর 50 সদস্যের জেলা কমিটি ঘোষণা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : INTTUC-এর 50 সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হল। INTTUC, পশ্চিম বর্ধমান, জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। INTTUC জেলা সভাপতি (Abhjit Ghatak) দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটি ঘোষণা করেন। ৫০ সদস্যের জেলা কমিটিতে অভিজিৎ ঘটক সাংগঠনিক সভাপতি, ১০ জন সহ-সভাপতি, ৬ জন সাধারণ সম্পাদক, ২০ জন সম্পাদক, দীপঙ্কর লাহা কোষাধ্যক্ষ ও ১২ জন কার্যনির্বাহী কমিটির সদস্য রয়েছেন।


দেখুন পদাধিকারীদের তালিকা

Leave a Reply