ASANSOL

আসানসোল ও বার্ণপুরের আকর্ষণীয় পুজো মন্ডপ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ*
(১) বার্ণপুর রোডের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। বাঁশ ব্যবহার করে তৈরী করা হয়েছে এই মন্ডপ।
(২) আসানসোল জিটি রোডের গোপালপুর আমরা সবাই। কাল্পনিক মন্দিরে আদলে হয়েছে মন্ডপ সজ্জা।
(৩) আসানসোল কোর্ট রোড পুজো কমিটি। পুরনো দিনের বিয়ের শোভাযাত্রার রথের আদলে মন্ডপ। সঙ্গে মানানসই প্রতিমা ও আলোক সজ্জা।

বার্ণপুর রোডের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি
গোপালপুর আমরা সবাই।

আসানসোল কোর্ট রোড পুজো কমিটি

Leave a Reply