ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

জাতির জনকের জন্মদিবস পালন

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল: জাতির জনক মহাত্মা গান্ধী কে আসানসোল পৌর কর্পোরেশনের পক্ষ থেকে জন্মদিবস পালন করা হয়। কোর্ট চত্বরে মূর্তি তে মেয়র কাউন্সিল সদস্য অভিজিৎ ঘটক, লক্ষণ ঠাকুর, কাউন্সিলর ববিতা দাস, শ্রাবণী মণ্ডল, আল্পনা ব্যানার্জি, দেবাশীষ বন্দ্যোপাধ্যায় মাল্যদান করেন।

জাতির জনকের জন্মদিবস পালন

আজ আসানসোল (দক্ষিণ) বিধানসভার অন্তর্গত আসানসোল পৌর নিগমের ৮৬ ন; ওয়ার্ডে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানে আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা মাল্যদান করেন।

বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিস্টা বিবেকানন্দ ক্লাব 151 তম গান্ধীজীর জন্মদিন পালন করা হলো গান্ধীজীর জন্ম জয়ন্তীতে প্রায়ই মানুষ গ্রামের গান্ধীজীর প্রতিকৃতিতেমাল্যদান ও পুষ্প অর্পণ করেন উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের সভাপতি প্রদীপ চক্রবর্তী সম্পাদক দীনেশ কর্মকার বিশিষ্ট সমাজসেবী স্বপন চক্রবর্ত্তী ক্লাবের আরো অন্যান্য বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট।

Leave a Reply