RANIGANJ-JAMURIA

জামুড়িয়া স্টেশনে দেহ উদ্ধার চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মঙ্গলবার জামুড়িয়া স্টেশনে ট্রেনে কাঁটা বছর ৫০এর এক ব্যাক্তির দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যাক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। নাম কাটিয়া হেমব্রম, জামুড়িয়া ১ নং ওয়ার্ডের বোরিং ডাঙা আদিবাসীর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় এক ব্যাক্তি জানান দুপুর একটা নাগাদ কাটিয়া হেমব্রম তাকে জিঞ্জাসা করে ট্রেন কটা সময় আছে। তিনি তাকে জানান জোসিডি থেকে ট্রানটা আসবে বিকেল সাড়ে ৫টা নাগাদ। তার পর সে চলে যায়। জোসিডি অন্ডাল ট্রেন চলে যাওয়ার পরে শোনা যাচ্ছে ওই ব্যাক্তি ট্রেনে কাঁটা পড়ে মারা গেছে। ঘটনার পরেই অন্ডাল জিআরপি দেহ নিয়ে যায়। স্থানীয়দের অনুমান মানসিক ভারসাম্যহীনের কারনে আত্মহত্যা করেছে।

Leave a Reply