ASANSOLBengali News

দুআরে সরকার ক্যাম্পে প্রিন্সিপাল সেক্রেটারি

বেঙ্গল মিরর, সুজিত বাল্মীকি, আসনসোল ঃ দুআরে সরকার ক্যাম্পের স্বাস্থ্য সাথি কার্ডের কাজ ঘ দেখতে কলকাতা থেকে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এলেন গুপ্তা কলেজে সোমবার আসেন।
সোমবার এই ক্যাম্প 5ম দিনে পড়েছে । ক্যাম্পের কাজ খতিয়ে দেখতে এদিন উপস্থিত হন প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা শাসক পূনেন্দু মাজি, এডিএম, পুর কমিশনার সহ উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা ।কি ভাবে কাজ হচ্ছে সাধারন মানুষ কতটা সুবিধা পাচ্ছেন এগুলো খতিয়ে দেখার পাসাপাসি পুর কমিশনার নীতিন সিংঘানিয়া বলেন, এখানে প্রতিদিন প্রায় 250 জন করে কাড দেওয়া হচ্ছে ।গতকাল 270 জনকে কাড দেওয়া হয়েছে ।ভাল ভাবে কাজ চলছে।প্রচুর মানুষ আসছেন ফ্রম নিতে ,ফ্রম জমাদিতে আসছেন।শুষ্ঠভাবে কাজ হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রশাসনিক আধিকারিকরা ।

দুআরে সরকার ক্যাম্পে প্রিন্সিপাল সেক্রেটারি

Leave a Reply