ASANSOLBengali News

বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জার এর কাজ করছেন : মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সোমবার আসানসোল কর্পোরেশনের
৪৪ নং ওয়ার্ডের ঘাঁটি গলিতে ছোট মসজিদ সংলগ্ন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রাক্তন কাউন্সিলর উমা শ্রফ , বিমল জালান, মুকেশ ঝা, রাকেশ কেডিয়া, শম্ভু গুপ্ত, সিরাজ রাজদান, শবনম খান এবং আশেপাশের শখানেক মানুষ উপস্থিত ছিলেন।

এই বৈঠকে মলয় ঘটক বলেন যে, এবার বাংলার নির্বাচনে বিজেপির নেতারা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার এর কাজ করছেন, সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন এবং কথা বলছেন সবার সঙ্গে ডবল ইঞ্জিনের সরকার গঠনের জন্য। তিনি আরো বলেন যে, আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই যে ঝাড়খণ্ড ওড়িশা মধ্য প্রদেশ এই সমস্ত রাজ্যে বিজেপি সরকার ছিল, তাহলে সেখানকার মানুষ কেন বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল? বিজেপি জনসাধারণের জন্য কিছু করেননি, কেবলমাত্র ২ জনের জন্য কাজ করেছে এবং তারা হলেন আম্বানি ও আদানী।

Leave a Reply