ASANSOL

বনসরাকডিহ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : পুরনিগমের ম্যাপে রাস্তা উল্লেখ করা থাকলেও সেই রস্তাকে ঘিরে ফেলছে জনৈক ব্যক্তি এবার এই ঘটনার প্রতিবাদে স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা ঘটনাটি আসানসোল পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ড বনসরাক ডিহি এলাকায়। বিগত দিনে এই ঘটনার লিখিত অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছিলেন স্থানীয় আসানসোল উত্তর থানায়। পাশাপাশি আসানসোল পৌর নিগম এবং রাজ্যের মন্ত্রী এ বিষয়ে জানানো হয়েছিল কিন্তু সেই অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হয় এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা।খবর পেয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান পুরো প্রশাসক বোর্ডের সদস্য শাম সরেন বিক্ষোভকারীদের ডেকে পাঠান এবং সমস্যা সমাধানের আশ্বাস দেয় পরবর্তী ক্ষেত্রে উঠে যায় বিক্ষোভ.

ইসিএলের মুগমা এরিয়ার ঘটনা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, তামার কেবল কাটতে খনির ভেতর ঢুকে পড়লো দূষ্কৃতিদের দল বোমায় আহত ১ 

DhanTeras 2021 : কি পণ্য কিনলে বাড়িতে আসে সমৃদ্ধি 

Leave a Reply