BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে স্কুল ড্রেস বিতরণ

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি ব্লকের Puchra ভগবান মহাবীর জয়ন সরাক হাইস্কুলে প্রায় 300 ছেলে-মেয়ের হাতে স্কুল ড্রেস বিতরণ করা হল। উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি, স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় পূচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি মুখার্জি প্রমুখ।

Leave a Reply