KULTI-BARAKAR

কুল্টিতে পথ দুর্ঘটনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বেনা আন্ডারপাস রেলব্রিজে পথ দুর্ঘটনা।বুধবার রাত্রি প্রায় আটটা নাগাদ নিয়ামতপুর দিক থেকে চৌরাঙ্গী গামী চারচাকা স্করপিও গাড়িটি একটি মারুতি চারচাকা গাড়িকে ধাক্কামারে তারপর একটি মোটর বাইকে ধাক্কা মারে তারপর একটি মাল বোঝাই চারচাকা গাড়িকে ধাক্কামারে পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে ঘাতক স্করপিও গাড়িটি। ঘটনাস্থলে মোটর বাইকের চালক গুরুতর আহত হয়।

আহত ব্যক্তির নাম সুজিত মন্ডল লছমনপুরের বাসিন্দা বলে যানা যায়।ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ, নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ।পুলিশ গুরুত্বর আহত মোটরবাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।ঘাতক স্করপিও সহ গাড়ির চালককে আটক করে পুলিশ।ঘটনার ফলে নিয়ামতপুর চৌরাঙ্গি যাওয়ার রাস্তা কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

Leave a Reply