ASANSOLBengali NewsNews

Asansol দুই যুবতীর তাণ্ডবে অসহায় হয়ে পড়ল police :

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : Asansol দুই যুবতীর তাণ্ডবে অসহায় হয়ে পড়ল police।
আসানসোলে সাউথ পিপির পুলিশও অসহায় হয়ে পড়ল দুই মদ্যপান করে বেসামাল হয়ে পড়া যুবতীর তাণ্ডবে।

Asansol দুই যুবতীর তাণ্ডবে অসহায় হয়ে পড়ল police


গতকাল রাতে ফতেহপুরের একটি বারে দুজন যুবতী মদ্যপান করে এমন হৈচৈ সৃষ্টি করে যে খবর পেয়ে পুলিশ এসেও তাদের নিয়ন্ত্রণ করতে অসহায় হয়ে পড়ে। পরে মহিলা পুলিশ এসে উভয়কে আটক করে।
তদন্ত করে দেখা যায়, দু’জনই লছিপুর রেড লাইট এলাকার।

পুলিশসূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, ফতেপুরের একটি বারে দুই যুবতী মদ্যপান করে মাতলামো করছিল, যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই দুই যুবতী মাতাল হয়ে পুলিশ গাড়ীর উপরে বসে পড়ে এবং পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গভীর রাত পর্যন্ত এই নাটক অব্যাহত থাকে। এর পরে মহিলা পুলিশ এসে উভয়কেই নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

Leave a Reply