ASANSOLASANSOL-BURNPUR

ভি শিবদাসন কে করোনা য়োদ্ধা সম্মান

বেঙ্গল মিরর, আসানসোল ঃ কোরোনা সংকটের সময় মানুষের সেবার জন্য় কাজ করার ও মানুষের পাশে থাকার কারণে তৃণমূল কংগ্রেসের প্রদেশ সম্পাদক ভি শিবদাসন দাশু কে রক্তদাতন সংগঠনের পক্ষ থেকে করোনা য়োদ্ধা সম্মান দেওয়া হল। শিল্পাংচলে রক্তদান আন্দোলনের প্রাণপুরুষ প্রবীর ধর এই সম্মান তুলে দিলেন। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিশ্বরুপ গাংগুলি, জয়রাস সিংহ প্রমুখ।

ভি শিবদাসন কে সম্বর্দ্ধনা দিছেন প্রবীর ধর

Leave a Reply