ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

CBI-ED কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সালানপুর তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কেন্দ্র সরকার তথা বিজেপির রাজনৈতিক স্বার্থে বারংবার CBI-ED-কে ব্যবহারের বিরুদ্ধে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সালানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হলো রুপনারায়নপুর নজরুল সেন্টনারি পলিটেকনিক কলেজ গেট এর সামনে। এদিন সালনপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মিঠুন মন্ডল জানান CBI, ED এর ভয় দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কে রোখা যায়নি, যাবেনা। বিজেপি এর এই নোংরা চক্রান্ত কে ধিক্কার জানায়।

তাছাড়াও ২৮ সে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৯ সে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রীর ঐতিহাসিক জনসভা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সেই উপলক্ষ্যে সালানপুর ব্লকের বিভিন্ন কলেজ গেট, সমস্ত জায়গায় দেওয়াল লিখন ও ব্যানার লাগানো হলো, আগামী দিনে সালানপুর ব্লক থেকে নেত্রীর জনসভায় প্রচুর ছাত্র ছাত্রীরা যোগদান করতে চলেছি। এদিন এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লব ব্যানার্জি, শুভদীপ নস্কর, বর্ষা বাউড়ি, নিবেদিতা কর,বিপদ মন্ডল সহ আরও অনেক ছাত্র ছাত্রী বৃন্দ।

Leave a Reply