ASANSOLASANSOL-BURNPUR

শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা মেয়র ও তার স্ত্রী কে শুভেচ্ছা দিলেন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল:আজ শীতলা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের সমস্ত সদস্যদের বাড়িতে যান। জিতেন্দ্র তেওয়ায়ি ও তার স্ত্রী চৈতালী তেওয়ারিকে ফুলের তোড়া ফুলের মালা মাজারের চাদর সমস্ত কিছু দিয়ে শুভেচ্ছা জানান

তাকে ডাকলে সবসময়ই হাতের কাছে পাওয়া যায়। যেকোনো প্রয়োজনে পাশে থাকেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আর তাই মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রী চৈতালী তেওয়ারির অসুস্থতার কথা শুনে মন খারাপ হয়েছিল শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের প্রতিবন্ধীদের।

তারা রানীগঞ্জের থেকে মাজার শুরু করে ঘাঘরবুড়ি মন্দির সহ বিভিন্ন জায়গায় পুজো দিয়ে মেয়রের সুস্থতা কামনা করে ছিলেন। মেয়র ও তার স্ত্রী সুস্থ হয়ে ফিরে আসার পর আজ শীতলা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের সমস্ত সদস্যদের বাড়িতে যান। জিতেন্দ্র তেওয়ায়ি ও তার স্ত্রী চৈতালী তেওয়ারিকে ফুলের তোড়া ফুলের মালা মাজারের চাদর সমস্ত কিছু দিয়ে শুভেচ্ছা জানান এবং তার শুভকামনা প্রার্থনা করেন। অভিভূত মেয়র জানান জীবনের শেষ দিন পর্যন্ত শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের এই সদস্যদের এই ভালোবাসা তার মনে থাকবে।

Leave a Reply