ASANSOL

আসানসোল পুরনিগম ১০ মৎস্যজীবিকে সাইকেল ও আইস বক্স দিলো

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩০ নভেম্বরঃ আসানসোল পুরনিগমের পক্ষ থেকে দশজন মৎস্যজীবীর হাতে তুলে দেওয়া হলো সাইকেল ও হাইড্রলিক বা আইস বক্স। মঙ্গলবার সকালে আসানসোল পুরনিগমে হওয়া এক অনুষ্ঠানে দশজন মাছ ব্যবসায়ী বা বিক্রেতার হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের প্রকল্পের সাইকেল ও মাছ রাখার হাইড্রলিক বক্স।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পুর প্রশাসক বোর্ডের সদস্য দুই ভাইস চেয়ারম্যান মানস দাস ও ডঃ অমিতাভ বসু, সদস্য চন্দ্রশেখর কুন্ডু, শ্যাম সোরেন সহ অন্যান্যারা। এছাড়াওবছিলেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের এক আধিকারিকও। এই বিষয়ে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার সব পেশার মানুষদের জন্য আলাদা আলাদা প্রকল্প করেছে। এটা তেমনই। নিজেদের ব্যবসার জন্য সাইকেল ও আইস বক্স পেয়ে মৎস্যজীবিরাও খুশি।

Leave a Reply