BARABANI-SALANPUR-CHITTARANJANLatestPolitics

বাথানবাড়ি আদিবাসী পাড়ায় মাঝি থানের উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর:-সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাথানবাড়ি আদিবাসী পাড়ায় আদিবাসী মাঝি থানের শুভ উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
আদিবাসী গ্রামবাসীদের বহু দিনের স্বপ্ন ছিলো গ্রামে মাঝি থানের সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।


সোমবার দিন সেই মাঝি থানের ফিতে কেঁটে শুভ উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায় সহ জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সিমুলা মারান্ডি,উপপ্রধান রঞ্জন দত্ত সহ বাথানবাড়ি তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সহ আদিবাসী ষোল আনা কমিটির কর্মীবৃন্দ।


তাছাড়া এই দিন বিধায়ক বিধান উপাধ্যায় আল্লাডি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে যোগদান করেন এবং সাধারণ মানুষকে নিজের হাতে স্বাস্থ্যসাথী ফর্ম বিলি করেন।

Leave a Reply