ASANSOLASANSOL-BURNPUR

হারিয়ে যাওয়া 20 টি মোবাইল উদ্ধার করে মানুষদের ফিরিয়ে দিল হিরাপুর থানার পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের হিরাপুর থানার পুলিশ 20 টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মানুষদের ফিরিয়ে দিল .শুক্রবার দুপুরে হিরাপুর থানায় এই মোবাইল গুলো মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।এদিন হিরাপুরের এসিপি প্রান্তিক রায় ও হিরাপুর থানার সিআই শিবনাথ পাল এবং হিরাপুরের ওসি প্রসেনজিৎ রায়ের উপস্থিতিতে মোবাইল গুলো তুলে দেওয়া হয়েছে।জানা গিয়েছে কয়েক বছর আগে হিরাপুর থানা এলাকায় বহু মানুষের মোবাইল হারিয়ে গিয়েছিলো।তদন্তে নেমে হিরাপুর থানার পুলিশ 20 টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে।এদিন হিরাপুর থানা থেকেই এই মোবাইল গুলো মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

photo by md GUFRAN

read also আসানসোল পৌরনিগমের বড় সিদ্ধান্ত, ফ্ল্যাটে বসবাসকারীদের জলের বিল দিতে হবে না

Leave a Reply