ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANराजनीति

সালানপুরের আছড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

Mla bidha upadhyaya adressing the meeting

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর:- সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একটি বেসরকারি পক্ষাগৃহে আছড়া পঞ্চায়েতের প্রধান,সদস্য পুরোনো ও নতুন কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক কর্মীসভা করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
সামনে বিধান সভা নির্বাচন তারি পরিপ্রেক্ষিতে কর্মীদের মনোবল
কে চাঙ্গা করতে সালানপুর ও বারাবনি অঞ্চলের প্রতিটি পঞ্চায়েত অনুষ্ঠিত করা হচ্ছে কর্মীসভা।
এই কর্মীসভায় মূলত সংগঠন ও উন্নয়ন মূলক কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়।
লোকসভা নির্বাচনে আছাড়ায় প্রায় প্রতিটি বুথে হার হয়েছিলো
তৃণমূল কংগ্রেসের,তাই এই কর্মীসভায় বিধায়কের নির্দেশ পুরোনো ও নতুন কর্মীদের নিয়ে নতুন আকারে একটি কমিটি গঠনের আদেশ দেওয়া হয়।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন করোনার জেরে দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজ বন্ধ ছিলো।আর সামনে বিধানসভা নির্বাচন তাই সংগঠন কে শক্তিশালী করতে এলাকার নেতৃত্বে,পঞ্চায়েত প্রধান,সদস্য ও কর্মীদের নিয়ে বৈঠক করা হলো।
লোকসভা নির্বাচনে কিছু ভোটে আছড়ায় আমাদের হার হয়ে
ছিলো,তাই সেই ভুল পুনরায় যেনো না হয় তার জন্য পুরোনো ও নতুন কর্মীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে,এবং পঞ্চায়েত স্তরের যেসব উন্নয়ন কাজ বাকি রয়েছে তা পূরণ করতে হবে।
এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,আছড়া পঞ্চায়েত প্রধান কল্পনা তাঁতি,সমিতি সদস্য পম্পা ঘোষ,পঞ্চায়েত সদস্য উত্তরা মণ্ডল,তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য চরঞ্জিত সিং,
আশুতোষ তেওয়ারী,সুভাষ মহাজন,বীর সিং সহ আরো অনেকে।

সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একটি বেসরকারি পক্ষাগৃহে আছড়া পঞ্চায়েতের প্রধান,সদস্য পুরোনো ও নতুন কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক কর্মীসভা করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
সামনে বিধান সভা নির্বাচন তারি পরিপ্রেক্ষিতে কর্মীদের মনোবল
কে চাঙ্গা করতে সালানপুর ও বারাবনি অঞ্চলের প্রতিটি পঞ্চায়েত অনুষ্ঠিত করা হচ্ছে কর্মীসভা।
এই কর্মীসভায় মূলত সংগঠন ও উন্নয়ন মূলক কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়।
লোকসভা নির্বাচনে আছাড়ায় প্রায় প্রতিটি বুথে হার হয়েছিলো
তৃণমূল কংগ্রেসের,তাই এই কর্মীসভায় বিধায়কের নির্দেশ পুরোনো ও নতুন কর্মীদের নিয়ে নতুন আকারে একটি কমিটি গঠনের আদেশ দেওয়া হয়।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন করোনার জেরে দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজ বন্ধ ছিলো।আর সামনে বিধানসভা নির্বাচন তাই সংগঠন কে শক্তিশালী করতে এলাকার নেতৃত্বে,পঞ্চায়েত প্রধান,সদস্য ও কর্মীদের নিয়ে বৈঠক করা হলো।
লোকসভা নির্বাচনে কিছু ভোটে আছড়ায় আমাদের হার হয়ে
ছিলো,তাই সেই ভুল পুনরায় যেনো না হয় তার জন্য পুরোনো ও নতুন কর্মীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে,এবং পঞ্চায়েত স্তরের যেসব উন্নয়ন কাজ বাকি রয়েছে তা পূরণ করতে হবে।
এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,আছড়া পঞ্চায়েত প্রধান কল্পনা তাঁতি,সমিতি সদস্য পম্পা ঘোষ,পঞ্চায়েত সদস্য উত্তরা মণ্ডল,তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য চরঞ্জিত সিং,
আশুতোষ তেওয়ারী,সুভাষ মহাজন,বীর সিং সহ আরো অনেকে।

Leave a Reply