ASANSOLKULTI-BARAKAR

আসানসোল-পুরুলিয়া সীমানায় নগদ টাকা উদ্ধার

বেঙ্গল মিরর, ডিসেরগড় ঃ লোকসভা উপনির্বাচনের পূর্বে লক্ষাধিক টাকা উদ্ধার হলো আসানসোলের ডিসেরগর ব্রিজের কাছে পুরুলিয়া জেলার সীমানায় নাকা চেকিং এর সময়। ঘটনার সম্বন্ধে যানা গেছে যে আজ সন্ধ্যা বেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া সীমানায় বরাকর চেকপোস্টে ন্যাকাচেকিং চলাকালীন বরাকর ফাঁড়ির পুলিশ রাঁচির বাসিন্দা বিষ্ণু সেরাউল রাঁচি থেকে কলকাতা যাওয়ার পথে ডিসেরগর নাকা তল্লাশির সময় বিষ্ণু সারাউল এর কাছ থেকে 2 লক্ষ টাকা উদ্ধার করে।


 টাকার মালিক বিষ্ণু সেরাউল টাকা সংক্রান্ত কোন বৈধ কাগজ না দেখাতে পেরে সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ এবং মেজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত টাকা বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য যে আসানসোল লোক সভার উপ নির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্ত নাকা পয়েন্ট গুলোতো এই ভাবে নাকা তল্লাশি অভিযান চলছে বলে পুলিশে জানিয়েছে ।।

Breaking : Asansol में नाका चेकिंग में लाखों रुपए जब्त

Leave a Reply