ASANSOL

কারখানা পরিদর্শনে শ্রম মন্ত্রী

বেঙ্গল মিরর, আসানসোল,কাজল মিত্র :-রাজ্যের শ্রম দফতরের মন্ত্রী বেচারাম মান্না সালানপুরের জাতীয় সড়ক সংলগ্ন সামডি মোড় এলাকার এক বেসরকারি কারখানা পরিদর্শন করেন। শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকরা ঠিকঠাক মজুরি পাচ্ছে কি না তাদের পি এফ গ্রাচুইটি পাচ্ছে কি না পাশাপাশি তাদের অধিক কাজ করাচ্ছে কি না সহ বেশ কিছু এছাড়া কারখানা নিয়ম মেনে চলছে কিনা এবং শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধার কথা জানেন তবে সব কথা বলে সব ঠিকই আছে বলে জানান এবং এটা থেকে ম্যানেজমেন্ট সর্তকতা নেবেন তবে করোনা সিচুয়েশন থাকায় কিছুতে অসুবিধা হলেও তবে এই কোম্পানিতে অত্যাধুনিক মেশিন থাকায় তারা এটিকে সমাধান করে নেবেন.

Leave a Reply