ASANSOL

ব্যারেট ক্লাব ও লাইব্রেরীর পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন

বেঙ্গল মিরর,আসানসোল, দীপ সেন : প্রয়াত উৎপল চক্রবর্তী,নরেশ শর্মা, রণধীর ভট্টাচার্য, কৃষ্ণ দাস ব্যানার্জি, কাজী সওকত হোসেনের স্মরণে রবিবার আসানসোলের চেলিডাঙ্গা ব্যারেট ক্লাব ও লাইব্রেরীর পক্ষ থেকে একটি স্বরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক ছাড়াও প্রয়াত ব্যক্তিদের পরিবারবর্গ। ওই স্মরণসভা শেষ হওয়ার পরে দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয় মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়।

Leave a Reply