ASANSOLBengali NewsPANDESWAR-ANDAL

বোমা বাঁধতে গিয়ে কি বিস্ফোরণ ! মৃত এক, আহত ৩

বেঙ্গল মিরর,চরণ মুখার্জি, অন্ডাল: পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত অন্ডাল থানার জামবাদ এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল বছর 39 এর সরবন চৌধুরী নামের এক ব্যক্তির। জানা গেছে তাদের সঙ্গে আরও তিন ব্যক্তি ছিল যারা এই ঘটনায় আহত হয় তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি ভাবে আর কি করে এই ঘটনা হল তার তদন্তে নেমেছে পুলিশ।

এদিন এই ঘটনার পরপরই গুরুতর আহত ওই ব্যক্তিকে রানীগঞ্জের রয়েল কেয়ার হাসপাতাল নিয়ে আসা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে রাত্রি প্রায় বারোটা নাগাদ জামবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে।

বোমা বাঁধার কোনো সাক্ষ্য় পাওয়া যায়নি ঃ ডিসি

পুলিস ডেপূটি কমিশ্ননার অভিষেক গুপ্ত জানান পুলিশ ঘটনার তদন্ত করছে। এখন পর্যন্ত বোমা বাঁধার কোনো সাক্ষ্য় পাওয়া যায়নি। কি করে বা কি কারণে এই ঘটনা হয়েছে সেটাকে খতিয়ে দেখা হছে।

Leave a Reply