ASANSOL

সচেতন করতে আসানসোল উত্তর ট্রাফিক পুলিশের অভিনব উদ্য়োগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– রাস্তায় চিত্র একে সচেতন করতে এগিয়ে এলেন আসানসোল উত্তর ট্রাফিক পুলিশ ।
সাধারণ মানুষ থেকে গাড়ি চালক সকলকে সচেতন করতে আসানসোল উত্তর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাক্স বিতরণ ও রাস্তার উপরে সার্তকতা মুলক আলপনা লেখার কাজ করা হয়েছে ।রাজ্য জুড়ে চলছে কঠোর লকডাউন ।জরুরী কাজে যারা বাড়ি থেকে বের হবেন তাদের আরো সচেতন করতে পুলিশের এই পদক্ষেপ বলে জানা গেছে ।

এদিন কাল্লা মোড়ে ও জুবিলি মোড়ে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার দের উপস্থিত তে সিভিক ভলান্টিয়ার কর্মীরা রাস্তার উপরে এই পেন্টিং গুলো করেন।এই সচেতনতা পক্রিয়াই মানুষ আরো কিছুটা সচেতন হবেন, ও করোনা অতিমারি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেবেন বলে আশাবাদী ।

Leave a Reply