ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKARLatestPANDESWAR-ANDALPolitics

বাবুল ঘনিষ্ঠ অরিজিতের ওপর গুরুতর অভিযোগ করে মণ্ডল সভাপতিদের বিদ্রোহ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : BJYM মণ্ডল সভাপতিরা
অরিজিতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। ভারতীয় জনতা পার্টিতেও গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের ঘনিষ্ঠ বিজেপি যুব মোর্চা ( BJYM) জেলা সভাপতি অরিজিৎ রায়ের বিরুদ্ধে যুব মোর্চার মণ্ডল সভাপতিরা বিদ্রোহ ঘোষণা করেছেন ।

Complaint againts Arijit roy
शिकायत पत्र

আসানসোল জেলার ৩৬ জন মণ্ডল সভাপতির মধ্যে ৩২ জন মণ্ডল সভাপতি জেলা সভাপতি অরিজিৎ রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য হাইকমান্ডকে একটি চিঠি লেখেন এবং অরিজিৎকে আবারও জেলা যুব মোর্চার সভাপতি না করার হুঁশিয়ারি দেন। অরিজিৎকে যদি আবার জেলা যুব ফ্রন্টের সভাপতি করা হয়, তবে ৩২ জন মণ্ডল সভাপতি পদ থেকে পদত্যাগ করে টিএমসিতে যোগ দেবেন এবং দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার প্রস্তুতি নেবেন । এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে অরিজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ করা করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

Leave a Reply